বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৪০



আমি বিব্রত হয়ে ছিলাম একবার ভেতরে ভেতরে, মগজের ভেতরে
তার পরও নগ্ন হয়েছি, আমি অজানাকে ভয় করি, মৃত্যু কে
এখোনো বুকের পাঁজর কেঁপে কেঁপে উঠে, ভয় করি অন্ধকার
আর তাই নগ্ন-ই থেকে যাই, কদাচিৎ বিব্রত বটে

আমি তো আর একলা নই ঈশ্বরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই
এরকম মিছিল দেখে ভয় কেটে যায়,
কালো কালো আলো দেখে ভয় কেটে যায়

দ্বিধা আর বিব্রতবোধ ঝেড়ে ফেলি এক ঝটকায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন