সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

বাংলা একাডেমি


 
আমার কাছে বাংলা একাডেমি বাইম মাছ মনে হয় 
পিচ্ছিল তার পথ 
সাপের মতো দেখতে হলেও ফোসফাস নাই 
ফণা তুলে না... 
ত্যাড়াব্যাকা চলে, এই এতটুকুই....!!! 
নদীতেই বাঁচে, 
কিন্তু একমাত্র নদী শাসনই এর কাজ.... 
নদীতে ভাঙন এলে আটকানো যায় না রে 
ভাষা তার গতিপথ নিজেই ঠিক করে নেয়। 

রি হোসাইন

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২

দৃষ্টি


আমার জানাজায় এসো...
দখেবে তাকেিয় আছে আমার শ্রদ্ধভরা চোখ
তোমাদরে জন্যই


যদি এই মৃত্যু হয় র্সাথক...!!!

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

কবিতার কালো হাত ভেঙে দাও


 
কবিতার হাত কত লম্বা
আইনের চেয়েও? 
কবিতাও অন্ধ হয় বিচার দেবীর মতো? 

সেই লম্বা হাত দিতে
প্রেম নিয়ে ছিনিমিনি খেলে লম্পট শব্দকর
মানুষের কথা বলে না
তাহলে রাজনীতি হয়ে যায়... 
কবিতার হাত রাজনীতি ছোয় না... 
এই হাত খুবই নিপুণ 
এই হাতের মালিক সুকন্ঠি সুশীল... 

অথচ কি জঘন্য 
আমি ওদের বলে ফেলি দালাল 
আমি বলি ওটা কালো হাত, সুবিধাবাদী জঞ্জাল 

যখন কবিতার অভ্যুত্থান চাই
তারপর খালি পায়ে, শুন্য পকেটে 
সবকিছু ছেড়েছুড়ে মিছিলে যাই 
বাতাসে স্লোগান উড়াই 
কবিতার কালো হাত 
ভেঙে দাও, গুড়িয়ে দাও!

তুমি-৩৪



এখোনো আসোনি তুমি
এই ভেবে দুয়ার খুলে রেখেছি এতো কাল
কত শীত
এসেছিল ঝড়ের সঙ্গী হয়ে
ফাগুন আর বৃষ্টিতে এলোমেলো ঋতুকাল

আচেনা বর্ষণ গুলো ফিরে গেছো তুমি হয়ে
কে জানে ফিরে গেছো তুমি কতকাল ধরে

প্রেমিক-৩৯



এখন কথা নয়
এখন শুধু প্রেমান্ধের মতো বেচে থাকবো
এখন কোনো ফুলের গন্ধ নয়
এখন শুধু চিৎকার করে তোমার গন্ধ শুকবো

সঞ্চয়



যেটুকু কবিতা তোমার কাছে রেখেছিলাম জমা
ফুলেফেঁপে আজ অনেক কিছু
প্রশ্নবোধক চিহ্নটির পিছু
কোটি কোটি দাঁড়ি, কোটি কোটি কমা...
সৃষ্টি হয়েছে কবিতাটি আজ
কাব্যতিলোত্তমা...

প্রেমিক-৪২



ঢেউ ছাড়া সমুদ্র হয় না কে বলেছে
এই দেখো একটুও ঢেউ নেই
দেখো , হাত দিয়ে ছুঁয়ে দেখো হৃদয়

একটা শীতার্ত প্রেম জমে জমে সমুদ্র হয়েছে

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

অন্যত্র


তোমাকে উৎসবে নিয়ে যাবো
যেমন দিনের মতো রাত,
কোলাহলের মতো নির্জনতা 
স্বপ্নের মতো বাস্তবতায়; যেখানে সুখ বলে কোনো শব্দ হয় না 
আর তাই দুঃখবোধের কোনো ভয় নেই

তোমার অনুভূতির ভিতর 
ঢুকিয়ে দেবো অন্য জগৎ 
সেখানে শয়তানের অস্তিত্ব থাকেনা
তাই কোনো ঈশ্বরের মুখাপেক্ষী হবে না তুমি

তোমার ইবাদত কেবলই স্বতঃস্ফূর্ত এবং একান্ত 
তোমার অনুভূতির ভিতর ঢুকিয়ে দেবো স্বয়ং ঈশ্বর

তোমাকে উৎসবে নিয়ে যাবো 
তোমাকে নিয়ে আমার জগতে ফিরে যাবো!

তুমি- ৩৩



এখোনো কিছু কথা রেখেই দিয়েছি তোমার জন্যে
তবু শুনতে হবে না
এই ভাবে জমে থাক হৃদয়ের বরফ
কিছু উত্তাপ ধার করে নেবো বেদনার কাছ থেকে

কিছু কথা থেকে-ই যাবে চিরকাল তোমার জন্যে

কবিতার রসুল



ধরে নাও, কিয়ামতের ঠিক আগে
আমাকে আবিষ্কার করা হলো
অথবা
আমার লেখা একমাত্র কবিতাটি মানুষ বুঝতে পারলো
পড়তে পারলো আমার উদ্ভাবিত ভাষা


ধ্বংসের ভিতর মানুষের একমাত্র উপলব্ধির বিষয় হলো কবিতা


তবেতো
আমিই কবিতার রসুল
আমার পরে আর কোন কবির জন্ম হবে না

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

দাবী


আমাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হলো
আর সব দাঁড়কাকের মতো
আমাকেও আশ্রয় দিলো আম গাছ
যার মুকুলের গন্ধভরা ছিলো ঝড়ের বার্তা
আমি প্রথম সেই ভাষা শিখলাম
ঝড় আমারও বন্ধু হলো


একদিন বিকেলে,
সেই লণ্ডভণ্ড আম গাছের গ্রাম ছেড়ে...
অনেক দূরে, নদীর কাছে.....
গোমতী, তারপর তিতাস,
আমাকে সে নামিয়ে দিলো গোকর্ণ ঘাটে
কাছেপিঠে কোথায় জানি ইটভাটার চুল্লির বেশে
দাঁড়িয়ে আছে অশোক স্তম্ভ, নীতিকথা- গল্প


কে জানি আমার ক্ষুধাকে দিলো
নলা মাছের ঝোলে ঝাল ভাত
আমাকে গ্রাস করে নিলো মানুষের অধিকার
আমার একমাত্র দাবী হয়ে গেলো
মানুষ হয়ে জন্মাবার....

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

প্রেমিক-৪০



তোমার পুরুষ গুলো এখন মিথ্যা আবর্তে ঘুরপাক খায়
এখনো তোমার বয়ঃস্বন্ধি কালের স্রোত
এইবার যৌবন খুলে বিষাক্ত ফাল্গুন মেলো ধরো
আমিও প্রেমিক হয়ে মিথ্যে হয়ে যাবো ...

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

ভুলের কাব্য


আমার ভুল তোমার মতো নয়
আমার ভুলে পাপ পূণ্য নেই
আমার ভুলের হা-হুতাশ গুলো প্রেম
তোমার ভুলের ব্যথায় ব্যথায় জমে।


আমার ভুলে চক্ষু অন্ধকার
তোমার ভুলের বিজয় সুনিশ্চিত
আমি কেবল ভুলের ঘোরে ভাসি
একাকার ওই তোমার ভুলের হাসি।


ভুলের মায়া ভুল ব্যথাতে ভুলুক
তোমার আমার ভুল বাতাসের দুখ
আমি তোমার ভুলে একাকার
ছল ছল চোখে এইতো আমার সুখ!

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

প্রেমিক- ৩৮



আশাহত রোদ্দুর দেখছি
দেখেছি আহত সমুদ্দুর
হাতের আঙ্গুল ছুঁয়েছিল শুকনো পাতার আগুন
কোথাও কবিতারা ভেসে গেছে কাগজের নৌকা হয়ে
বিষণ্ণ বৃষ্টি আর তোমাদের জলাধারে

তারপর ও পাল তুলে উড়ি
বিজিত নাবিক হয়ে

ব্যাথা - ২

একটা দ্রুতগামি স্বপ্নের সাথে ধাক্কা খেয়েছি
এখন ঘুমতে গেলেই শরীর ব্যাথা করে

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

সমস্ত ঘৃণার শেষে



 
আমাকে ঘৃণা করার আয়োজন যতই করো 
নিজেকে কিছুটা সামলে রেখো 
ভালোবাসবার সামর্থ্যটুকু হারিয়ে ফেলো না। 

এমনও তো হতে পারে সমস্ত ঘৃণার শেষে 
আর কোনো জন্ম, কিয়ামত, হাসর, এমনকি সময় 
আমাকে ভালোবাসা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। 

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

সত্তা



আমাদের কথা বলার জায়গায় 
উপস্থিত হলেন রাজহাঁস 
অমনি চুপ হয়ে গেলো কবুতর, ঘুঘু আর হেলে 
হুট করে নেমে এলো সন্ধ্যা 
আরামদায়ক তরলের স্বাদ বিশ্রী হয়ে গেলো 
কেউ তাকে পছন্দ করে না, 
লম্বা গলার জন্য 


সভাপতি জিরাফ যখন উপস্থিত হলো 
তখন প্রায় মধ্যরাত 
কেউ কিচ্ছুটি না খেয়েই অপেক্ষায় ছিলো 
তিনি আসার সাথে সাথেই 
শেয়ালের অভিবাদন আর বন্দনা সংগীতে 
আবার জমে উঠলো আসর 
নাচলো বানর 
গান গাইলো শুকর 

দর্শক আসনের সামনের দিকেই ছিলেন বাঘ, সিংহ, 
হাতি, অজগর, হাঙর এবং গন্ডার 
আমাদের কথা বলার জায়গায় 
কেবলই জিরাফ কথা বলেছিলো 

নেকড়ে আসেনি 
নেকড়েরা কুকুর নয়, 
এরা বহু আগেই 
কুকুর প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।



শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

পাঠচক্র


যেখানে আমার কোন অস্তিত্বই নেই
আমি যেখানে ছিলাম না, থাকবোও না
যেখানে আমার কোন জন্মও হয়নি
সেখানে
আমার কবিতা গুলো যে লিখবে
যারা পাঠ করবে
সেখানে যারা আমার মৃত্যু হতে দেবেনা 
ঠিক আমি যেমন,
অন্য কোন কবির
কবিতা লিখে যাচ্ছি, পাঠ করে যাচ্ছি
অমর করে যাচ্ছি তাকে,
যার কোনদিন জন্মই হয়নি
এ যেনো
অবিরাম পাঠচক্র
জন্মহীন অমরত্ব

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

প্রেমিক-৩৬

জ্বলে উঠা যৌবন লেলিয়ে দিয়েছি তোমার ঠোঁটে
এবং পৌরুষ মেলেছি উত্তাল দৃষ্টিতে
পৃথিবীর সমস্ত প্রেম দিয়ে তোমাকে সজিয়ে দেবো
পৃথিবীর এক মাত্র প্রেমিক হয়ে

প্রেমিক -৩৫




এরকম বিশ্বাস থেকে বিশ্বাসে খেলিনি আর
এরকম দূরবর্তী চুম্বনে তোমাকে জ্বালিয়ে দিয়ে
নিকটবর্তী করবো প্রেম
এরকম শীতকাল শুধু একান্তে একাকার হলে
পরাজয় গুলো আপন ধর্ম ভুলে যাবে

এই নাও সেই গর্বিত পরাজয় তোমায় দিলাম

প্রেমিক- ৩৪


এই ভাবে আমি এলোমেলো হয়ে যাবো
স্বপ্ন বোনার পর্যাপ্ত সুতা নেই
বিষণ্ণ আকাশে  উড়ে গেছে কার্পাস তুলা
এখন বৃষ্টির ঘ্রান ছড়ানো বসন্ত বাতাসে

পরাজিত প্রেম ঘুরে ফিরে অগোছালো স্বপ্নের হুতাশে

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা - ৩২



দেখবো বলে অন্ধকারের শেষ
অন্ধ হয়ে অবাক হয়েছি
মৃত্যু কে-ই কালো ভেবে বসে থাকো বেশ

অথচ
মৃত্যুর চেয়েও বেশি কালো আমাদের যাপন
আর অহেতুক জীবন

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা ৩১

দিক ভুলে গেছি আমি
কেবল মৌনতা চাই এখন
থেমে যাওয়া ঝরের মতন
প্রশ্রয় পেয়ে যাওয়া উত্তাপ গুলো এইবার জমে যাক
প্রেম থেমে যাক

আমি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবো
প্রাচীন দেবদারুর পাতা গলে বেরিয়ে আসা সূর্যের চোখে


বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

বিপ্লবি-৩৬


একটা নিঃশ্বাস আমি আটকে রেখেছি
এবং বুকের যন্ত্রনার মতই বয়ে বেরাচ্ছি
একটা শব্দ উঃচ্চারন করিনি এখনো
মরুভূমির ক্যাকটাসের মত লালন করছি
একটা স্বপ্ন বিস্ফোরণ দেখবো বলে
বহুকাল থেকে আমি ঘুমাইনা