সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২
দাবী
আমাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হলো
আর সব দাঁড়কাকের মতো
আমাকেও আশ্রয় দিলো আম গাছ
যার মুকুলের গন্ধভরা ছিলো ঝড়ের বার্তা
আমি প্রথম সেই ভাষা শিখলাম
ঝড় আমারও বন্ধু হলো
একদিন বিকেলে,
সেই লণ্ডভণ্ড আম গাছের গ্রাম ছেড়ে...
অনেক দূরে, নদীর কাছে.....
গোমতী, তারপর তিতাস,
আমাকে সে নামিয়ে দিলো গোকর্ণ ঘাটে
কাছেপিঠে কোথায় জানি ইটভাটার চুল্লির বেশে
দাঁড়িয়ে আছে অশোক স্তম্ভ, নীতিকথা- গল্প
কে জানি আমার ক্ষুধাকে দিলো
নলা মাছের ঝোলে ঝাল ভাত
আমাকে গ্রাস করে নিলো মানুষের অধিকার
আমার একমাত্র দাবী হয়ে গেলো
মানুষ হয়ে জন্মাবার....
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন