শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

ভুলের কাব্য


আমার ভুল তোমার মতো নয়
আমার ভুলে পাপ পূণ্য নেই
আমার ভুলের হা-হুতাশ গুলো প্রেম
তোমার ভুলের ব্যথায় ব্যথায় জমে।


আমার ভুলে চক্ষু অন্ধকার
তোমার ভুলের বিজয় সুনিশ্চিত
আমি কেবল ভুলের ঘোরে ভাসি
একাকার ওই তোমার ভুলের হাসি।


ভুলের মায়া ভুল ব্যথাতে ভুলুক
তোমার আমার ভুল বাতাসের দুখ
আমি তোমার ভুলে একাকার
ছল ছল চোখে এইতো আমার সুখ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন