সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

বাংলা একাডেমি


 
আমার কাছে বাংলা একাডেমি বাইম মাছ মনে হয় 
পিচ্ছিল তার পথ 
সাপের মতো দেখতে হলেও ফোসফাস নাই 
ফণা তুলে না... 
ত্যাড়াব্যাকা চলে, এই এতটুকুই....!!! 
নদীতেই বাঁচে, 
কিন্তু একমাত্র নদী শাসনই এর কাজ.... 
নদীতে ভাঙন এলে আটকানো যায় না রে 
ভাষা তার গতিপথ নিজেই ঠিক করে নেয়। 

রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন