সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা-৩৬


কাকতারুয়া হতে পেরে আমি অনন্দিত
খুব কালো কালো সকাল দেখে ক্লান্ত হইনা
আমি যাযাবর নই
বিস্তর স্থির আমি ইশ্বরের মত
আমি আনন্দিত, আহা আনন্দ .........

একটা রুগ্ন অন্ধকার
দাড়িয়ে থাকবে সবুজ বিপ্লবে
তার পর কোন দিন রাত আসবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন