বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

সমস্ত ঘৃণার শেষে



 
আমাকে ঘৃণা করার আয়োজন যতই করো 
নিজেকে কিছুটা সামলে রেখো 
ভালোবাসবার সামর্থ্যটুকু হারিয়ে ফেলো না। 

এমনও তো হতে পারে সমস্ত ঘৃণার শেষে 
আর কোনো জন্ম, কিয়ামত, হাসর, এমনকি সময় 
আমাকে ভালোবাসা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন