যেখানে আমার কোন অস্তিত্বই নেই
আমি যেখানে ছিলাম না, থাকবোও না
যেখানে আমার কোন জন্মও হয়নি
সেখানে
আমার কবিতা গুলো যে লিখবে
যারা পাঠ করবে
সেখানে যারা আমার মৃত্যু হতে দেবেনা
ঠিক আমি যেমন,
অন্য কোন কবির
কবিতা লিখে যাচ্ছি, পাঠ করে যাচ্ছি
অমর করে যাচ্ছি তাকে,
যার কোনদিন জন্মই হয়নি
এ যেনো
অবিরাম পাঠচক্র
জন্মহীন অমরত্ব
অন্য কোন কবির
কবিতা লিখে যাচ্ছি, পাঠ করে যাচ্ছি
অমর করে যাচ্ছি তাকে,
যার কোনদিন জন্মই হয়নি
এ যেনো
অবিরাম পাঠচক্র
জন্মহীন অমরত্ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন