রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

বিপ্লবি-৩৮



যে কোন ভাষায় কবিতা হতে পারে
রক্তের লাল রঙ সকল ভাষাতেই সমান রঙ্গিন
আগুনের উষ্ণতা মেপে যাও যে ভাষাতেই
আমি সেই ভাষাতেও বিদ্রহো লিখতে জানি
আমার মিছিলের মৌন সহযাত্রীরা
দুর্বোধ্য করে দেবে উত্তাপ
এবং তোমার প্রতিক্ষায় থেকে যাবে আরো কিছু অভিশাপ

সদ্য জন্ম নেয়া নবজাতকের কান্নার ভাষায়
খিল খিল করে হেসে উঠে বিপ্লব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন