রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

সত্তা



আমাদের কথা বলার জায়গায় 
উপস্থিত হলেন রাজহাঁস 
অমনি চুপ হয়ে গেলো কবুতর, ঘুঘু আর হেলে 
হুট করে নেমে এলো সন্ধ্যা 
আরামদায়ক তরলের স্বাদ বিশ্রী হয়ে গেলো 
কেউ তাকে পছন্দ করে না, 
লম্বা গলার জন্য 


সভাপতি জিরাফ যখন উপস্থিত হলো 
তখন প্রায় মধ্যরাত 
কেউ কিচ্ছুটি না খেয়েই অপেক্ষায় ছিলো 
তিনি আসার সাথে সাথেই 
শেয়ালের অভিবাদন আর বন্দনা সংগীতে 
আবার জমে উঠলো আসর 
নাচলো বানর 
গান গাইলো শুকর 

দর্শক আসনের সামনের দিকেই ছিলেন বাঘ, সিংহ, 
হাতি, অজগর, হাঙর এবং গন্ডার 
আমাদের কথা বলার জায়গায় 
কেবলই জিরাফ কথা বলেছিলো 

নেকড়ে আসেনি 
নেকড়েরা কুকুর নয়, 
এরা বহু আগেই 
কুকুর প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন