বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

অন্যত্র


তোমাকে উৎসবে নিয়ে যাবো
যেমন দিনের মতো রাত,
কোলাহলের মতো নির্জনতা 
স্বপ্নের মতো বাস্তবতায়; যেখানে সুখ বলে কোনো শব্দ হয় না 
আর তাই দুঃখবোধের কোনো ভয় নেই

তোমার অনুভূতির ভিতর 
ঢুকিয়ে দেবো অন্য জগৎ 
সেখানে শয়তানের অস্তিত্ব থাকেনা
তাই কোনো ঈশ্বরের মুখাপেক্ষী হবে না তুমি

তোমার ইবাদত কেবলই স্বতঃস্ফূর্ত এবং একান্ত 
তোমার অনুভূতির ভিতর ঢুকিয়ে দেবো স্বয়ং ঈশ্বর

তোমাকে উৎসবে নিয়ে যাবো 
তোমাকে নিয়ে আমার জগতে ফিরে যাবো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন