শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা-৩৪

আগুন পুড়ে গেছে আর জল গেছে ভিজে
সেই ব্যথা নিয়ে বিলুপ্ত ঘাসের শিশির
আজকাল জমাট বাতাসে বরফের ছাই

বিমূর্ত চাঁদ হাহুতশ করে
কোত্থাও কি একটু কুয়াশা নাই

শীতার্ত পূর্ণিমা কালো হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন