কবিতার হাত কত লম্বা
আইনের চেয়েও?
কবিতাও অন্ধ হয় বিচার দেবীর মতো?
সেই লম্বা হাত দিতে
প্রেম নিয়ে ছিনিমিনি খেলে লম্পট শব্দকর
মানুষের কথা বলে না
তাহলে রাজনীতি হয়ে যায়...
কবিতার হাত রাজনীতি ছোয় না...
এই হাত খুবই নিপুণ
এই হাতের মালিক সুকন্ঠি সুশীল...
অথচ কি জঘন্য
আমি ওদের বলে ফেলি দালাল
আমি বলি ওটা কালো হাত, সুবিধাবাদী জঞ্জাল
যখন কবিতার অভ্যুত্থান চাই
তারপর খালি পায়ে, শুন্য পকেটে
সবকিছু ছেড়েছুড়ে মিছিলে যাই
বাতাসে স্লোগান উড়াই
কবিতার কালো হাত
ভেঙে দাও, গুড়িয়ে দাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন