শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

প্রেমিক- ৩৮



আশাহত রোদ্দুর দেখছি
দেখেছি আহত সমুদ্দুর
হাতের আঙ্গুল ছুঁয়েছিল শুকনো পাতার আগুন
কোথাও কবিতারা ভেসে গেছে কাগজের নৌকা হয়ে
বিষণ্ণ বৃষ্টি আর তোমাদের জলাধারে

তারপর ও পাল তুলে উড়ি
বিজিত নাবিক হয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন