আমাদের সংসার চা আর পাউরুটি'র মতো
চায়ের পেয়ালার সবটুকু চা-ই পাউরুটি খেয়ে নেয়
তারপর, আমি পাউরুটিটাই গিলে ফেলি।
দিনভর তুমি আমার সবকিছু, সমস্তই শুষে নাও
তারপর, আমি তোমাকেই গিলে ফেলি।
আমাদের এই ভালোবাসা - তৃপ্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
আমাদের সংসার চা আর পাউরুটি'র মতো
চায়ের পেয়ালার সবটুকু চা-ই পাউরুটি খেয়ে নেয়
তারপর, আমি পাউরুটিটাই গিলে ফেলি।
দিনভর তুমি আমার সবকিছু, সমস্তই শুষে নাও
তারপর, আমি তোমাকেই গিলে ফেলি।
আমাদের এই ভালোবাসা - তৃপ্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
খুব ইচ্ছে হয়,
একটা চড়ুই পাখির ঝাঁকে হারিয়ে যাই
তোমার বাসার পাশের আমগাছে
দল বেঁধে কিচিরমিচির করি
খুব ভোরে আমার ডাকেই তোমার ঘুম ভাঙুক।
এরপর দখলবাজের মত করে
আপন করে নেবো তোমার বারান্দা
মঝে মাঝে খুব সাহস করে
দরজা পেরিয়ে ঘরের কোনায় এসে
ঝগড়ায় করে যাবো প্রতিদিন।
আমি তোমার অভ্যাস হয়ে যাবো
তারপর টুপ করে দেবো নিখোঁজ উড়াল
তুমি আমাকে দেখবে এবং দেখবে না
আমি সর্বত্র আছি কিন্তু কোথাও নাই
উদ্ভ্রান্ত দুপুরের তোলপাড় নিয়ে
তুমি অপেক্ষায় থাকবে, আমার উঁকিঝুঁকির.....
বিকেলের অবসাদ শেষে গোধূলির আয়োজনে
সহস্র চড়ুই পাখির কিচিরমিচিরের মাঝ থেকে
তুমি কেবল আমার ডাক খুঁজে যাবে!!!
আমি এমন একটা কবিতা লিখবো তোমার জন্য
তারপর কোন কবি
আর কোন প্রেমের কবিতা লেখার
প্রয়োজন বোধ করবে না
একটা শ্রেষ্ঠ কবিতার তুমি.....
তোমাকে ছাড়া আর কোন প্রেম হবে না পৃথিবীতে
তোমাকে নিয়ে যুদ্ধ হবে প্রেমিকদের.....
তোমাকে ছাড়া আর কোন প্রেমের কবিতা হবে না
তোমাকে নিয়ে যুদ্ধ হবে কবিদের.....
তারপর
প্রেমিকদের যুদ্ধের পর,
কবিদের হতাশার দিনে,
আমিই তোমাকে জয় করে নেবো!
আমাকে তোমার দাবি দিয়ে দেয়া হলে,
চিরায়ত প্রেমের কবিতা লেখার জন্য
আমি শব্দ আনবো কৃষ্ণগহ্বর খুঁজে
বাক্য সাজাবো নীহারিকা-ছায়াপথ জুড়ে
যেখানে থাকবে তারা আর নক্ষত্রের মেলা
গ্যালাক্সির প্রতিটি কোণে, মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে।
তারপর আর কোন প্রেম
আমার কবিতা ছাড়া নিবেদিত হবে না.....
আর কোন কবি,
প্রেমের কবিতা লেখার প্রয়োজন বোধ করবে না.....
কষ্টটাকে কষ্ট করে
ফেলেছি খুলে হৃদয় থেকে
এখন এটা আমার হাতে
এবার হবে সওদাগিরি।
তোমার থেকে সব কিনবো
ফুল কিনবো, শখ কিনবো
হাতির দাঁতের নথ কিনবো
চিবুকের তিল, খোপার বাধন,
চোখের কাজল, বুকের কাঁপন
কিনবো তোমায় উজাড় করে.....
আমার যত কষ্ট আছে
দুষ্প্রাপ্য ..
অনেক দামী...
নিলাম করে প্রেম বাজারে...
ভুল বাজারে লেনাদেনা
আর হবে না... আর হবে না।
এবার হবে সওদাগিরি
কতটা আর বিকোবে তুমি
কতটা আর বিকোতে পারো.....
কেনার পরেই ভাসিয়ে দেবো শুন্য করে
এবার তুমি শূন্য হবে
দেখবো কতটা ভাসতে পারো.....
যখন
তোমার কথায় আমার মুখ ভরে থুতু আসে
অথবা বমি পায়
তখন তুমি মুখ বন্ধ না রাখলেও
আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয়
যখন,
তোমার জন্য আর কোন শ্রদ্ধা নেই
ভক্তি নেই...
তবে তো বিভক্তিই ভালো
তবুও তুমি দখল নিতে চাও আমার সংসার
আমার গ্রীবা কিংবা যোনী
আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয়
তোমার লকলকে জিভের দম্ভে
তোমার হাঁ করা মুখের গন্ধে
আমি নাক-মুখ চেপে রাখি
আমার নিঃশ্বাস বন্ধ হতে থাকে
তারপরও
তুমি আমার বুকের পাঁজরের সমান্তরালে
দ্রুতগামী রেলগাড়ি ছোটাও
রি হোসাইন
আমি ঠিক প্রজাপতি হতে চেয়েছি
বনানীতে
একঝাঁক চড়ুই পাখি এসে আমাদের প্রেম শিখিয়ে যায়
© রি হোসাইন
তোমাকে সামনে পেলে,
আমি কি করবো?
এরপর একদিন অপেক্ষার অবসান হলো
আমাদের দেখা হলো
তুমি জানলেই না, অথবা আমিও জানলাম না
কিংবা দুজনের কেউই না।
কিন্তু বারবার মনে হলো; যাক দেখাতো হয়েই গেলো ...
আর জ্যামিতি শাস্ত্র তুচ্ছ করে
দুটি সমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করে চলে গেলো।
কেউ জানুক আর না জানুক
একে অপরের অপক্ষের অবসান হলো
আমাদের পরিচয় জমা রাখা মস্তিষ্কের স্নায়ুকোষগুলো
বহুদুরে উড়ে গেলো প্রজাপতি হয়ে
এ যেনো একটা নিরাপরাধবোধ অনুভূতি, শিশুর পাপের মতো
এরপর একদিন দুজনার উচ্ছ্বাসিত হেঁটে চলা পথে
যখন আর কেউ কারো পথ চেয়ে নেই
দেখা হলো কিনা হয়ে যাবে; কে জানে!
এখন আর আমরা তো পরিচিত নই.....
দেখা হবার অপেক্ষাতে যাপন আমার.....
একদিন দেখাতো হবেই
তারপর একদিন দেখা হবে
কিন্তু;
কেউ কারো কুশল জানতে চাইবো না,
যেনো প্রতিবেশী; প্রতিদিন আমাদের দেখা হয়.....
কোন উত্তাপ থাকবে না
কেবল দেখাই হবে, কিন্তু; কথা হবে না
দুজন চলে যাবো, না দেখার ভান করে
যেমনটা হয় দুজন ইর্ষাকাতর প্রতিদ্বন্দীর ভিতরে।
দুর্বোধ্য অপরাধবোধে আমাদের চোখ
চোখাচোখি হতে আসহায় বোধ করে
অথচ দেখা হবে
একদিন দেখাতো হবেই
হয়তো; দেখা না হওয়ার মত করে!
চলো নতুন করে জন্মাই
নতুন করে হাটি, বসি, দৌড়াই
নতুন উচ্চারণে হাসি
যখন শব্দের অস্তিত্ব ছিলো না
তখন যেভাবে কথা বলা হতো
চলো সে ভাষায় কথা বলি....
অন্যরকম যৌবনে এসো
অদ্ভুত ভালোবাসা বাসি
তারপর..
চলো সৃষ্টি করি নতুন অভিধান..
নতুন বসন্ত আর বর্ষার সংবিধান
চলো গড়ে ফেলি প্রেম,
প্রেম আর প্রেম
তারপর.....
সৃষ্টি করি নতুন এক প্রাগৈতিহাসিক প্রজন্ম।
চলো, ভুলে যাই বর্তমান, অতীত এবং সবকিছুই,
কিংবা মরে যাই
তারপর...
চলো নতুন করে জন্মাই.....