রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

চিরায়ত প্রেমের কবিতা


আমি এমন একটা কবিতা লিখবো তোমার জন্য

তারপর কোন কবি

আর কোন প্রেমের কবিতা লেখার 

প্রয়োজন বোধ করবে না


একটা শ্রেষ্ঠ কবিতার তুমি.....

তোমাকে ছাড়া আর কোন প্রেম হবে না পৃথিবীতে

তোমাকে নিয়ে যুদ্ধ হবে প্রেমিকদের.....

তোমাকে ছাড়া আর কোন প্রেমের কবিতা হবে না 

তোমাকে নিয়ে যুদ্ধ হবে কবিদের..... 


তারপর 

প্রেমিকদের যুদ্ধের পর, 

কবিদের হতাশার দিনে,

আমিই তোমাকে জয় করে নেবো!

 

আমাকে তোমার দাবি দিয়ে দেয়া হলে,

চিরায়ত প্রেমের কবিতা লেখার জন্য 

আমি শব্দ আনবো কৃষ্ণগহ্বর খুঁজে 

বাক্য সাজাবো নীহারিকা-ছায়াপথ জুড়ে 

যেখানে থাকবে তারা আর নক্ষত্রের মেলা 

গ্যালাক্সির প্রতিটি কোণে, মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে।


তারপর আর কোন প্রেম 

আমার কবিতা ছাড়া নিবেদিত হবে না.....  

আর কোন কবি,

প্রেমের কবিতা লেখার প্রয়োজন বোধ করবে না.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন