রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

তোমাকে সামনে পেলে

তোমাকে সামনে পেলে,

আমি কি করবো?

ধরে নাও ফুটপাতের চায়ের দোকানে,
এক কাপ চায়ের চুমুক,
হঠাৎ সামনে পড়লে তুমি..
সে কি চুম্বন হয়ে যাবে তোমার ঠোঁটে?
অথবা,
৬ নাম্বার বাসে, পেছনে সিটের এক কোনায়
হাটুজোড়া ভাজ করে সামনে সিটে ঠেকিয়ে
ঠিক বসা নয়, আটকে আছি.. এমন সময়
তুমি পেছনের দরজা দিয়ে উঠলে
আমি দাড়াতে পারবো ভেঙেচুরে?
কিংবা
সবকিছু ছেড়ে ছুড়ে, চলে যাচ্ছি দুবাই
কাজের সন্ধানে, ফ্রী ভিসায়, রঙিন স্বপ্ন চোখে
বোডিং নিয়েছি, এখন ইমিগ্রেশনে...
পাসপোর্টএ সিলও পড়ে গেছে..
লিগ্যালি আমি এখন দেশের বাইরে
এমন সময় তুমি আরেকটা লাইনে,
সবুজ পাসপোর্ট হাতে নিয়ে অপেক্ষায়?
আমি কি করবো?
ছিড়তে পারবো টিকেট? ছাড়তে পারবো স্বপ্ন?
আমি কি ফিরতে পারবো এইটুকু পথ,
ধরতে পারবো তোমায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন