রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

অভিশাপ



আমি কেবল একটা শীতকাল বয়ে বেড়াচ্ছি
আমার হৃদপিণ্ড একটা কুয়াশার কুণ্ডলী পাকানো
রক্তপ্রবাহ জুড়ে বরফের দ্বীপ
আমি অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে একলা মানুষ
হয়তোবা কোনো বরফ যুগের কবর গলে
কোনো এক প্রজাপতির অভিশাপ
© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন