রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সওদাগিরি

 


কষ্টটাকে কষ্ট করে

ফেলেছি খুলে হৃদয় থেকে

এখন এটা আমার হাতে

এবার হবে সওদাগিরি।


 

তোমার থেকে সব কিনবো

ফুল কিনবো, শখ কিনবো

হাতির দাঁতের নথ কিনবো

চিবুকের তিল, খোপার বাধন,

চোখের কাজল, বুকের কাঁপন

কিনবো তোমায় উজাড় করে.....


আমার যত কষ্ট আছে

দুষ্প্রাপ্য ..

অনেক দামী...

নিলাম করে প্রেম বাজারে...


 ভুল বাজারে লেনাদেনা

আর হবে না... আর হবে না।


এবার হবে সওদাগিরি

কতটা আর বিকোবে তুমি

কতটা আর বিকোতে পারো.....


কেনার পরেই ভাসিয়ে দেবো শুন্য করে

এবার তুমি শূন্য হবে

দেখবো কতটা ভাসতে পারো.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন