পৃথিবীর সমস্ত কবিতা
আমার মধ্যরাতের সিঁথানে জড়ো হয়
সেইসব শব্দের ভিতর তন্নতন্ন করে খুঁজে
একটা হারিয়ে যাওয়া শব্দ...
আমার তখন প্রচণ্ড দুঃখবোধ হয়
কোন কবি লেখেননি, মিল্টন, কাভাফি
গল্প বলে যাননি হোমার
উদ্ভ্রান্ত ঈশপের নীতিবাক্য থেকেও উধাও হয়ে গেছে
যেই শব্দ পৃথিবীর কেউ উচ্চারণ করেনি
আজন্ম জন্মে যাচ্ছে...
আমার ভিতর....
সেই চিৎকার শুনে নিও
আমার মৃত্যুর পর...
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন