রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

কবস্থান রোড

 বনানীতে

যেখানে গোরস্থান আছে
চকচকে কবরগুলোর
পাশ দিয়ে রাস্তায়
পোর্শে, ল্যান্ড রোভার চলে, থেমেও থাকে
ভেতরে অনেকেই কাঁদে, কেউ কেউ হাসে
ভেতরে কেউ কি হাসে?
কেউ কি কাঁদে?
আমি দ্বিধাগ্রস্ত তাকিয়ে থাকি
কোনটা কবর?
কোনটায় বেশী অন্ধকার।
© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন