আমি যে সহজ ভাষায় কথা বলি
তুমি বোঝ না!
অথচ একটা শামুকও
অভেদ্য পূর্ণিমা ছেদ করে এইখানে আসে...
যার সাথে বর্ষার বোঝাপড়া বেশ
এইটা সে বোঝে, অনুরূপ নিশ্বাসে
ঝাপটা বাতাসের গান সেও গায়
আমাকে শোনায়
শুনতে কি পাও
বদলে যাওয়া ভাষায়
অন্ধকার পূর্ণিমা কি ডাক দিয়ে যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন