রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

চড়ুই



খুব ইচ্ছে হয়, 

একটা চড়ুই পাখির ঝাঁকে হারিয়ে যাই

তোমার বাসার পাশের আমগাছে

দল বেঁধে কিচিরমিচির করি

খুব ভোরে আমার ডাকেই তোমার ঘুম ভাঙুক। 


এরপর দখলবাজের মত করে 

আপন করে নেবো তোমার বারান্দা 

মঝে মাঝে খুব সাহস করে

দরজা পেরিয়ে ঘরের কোনায় এসে

ঝগড়ায় করে যাবো প্রতিদিন। 


আমি তোমার অভ্যাস হয়ে যাবো

তারপর টুপ করে দেবো নিখোঁজ উড়াল

তুমি আমাকে দেখবে এবং দেখবে না

আমি সর্বত্র আছি কিন্তু কোথাও নাই

উদ্ভ্রান্ত দুপুরের তোলপাড় নিয়ে 

তুমি অপেক্ষায় থাকবে, আমার উঁকিঝুঁকির.....


বিকেলের অবসাদ শেষে গোধূলির আয়োজনে

সহস্র চড়ুই পাখির কিচিরমিচিরের মাঝ থেকে 

তুমি কেবল আমার ডাক খুঁজে যাবে!!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন