রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

চলে যাওয়া পথ


রাস্তার মতো মনে হলেও
আমার হেটে যাওয়াটা মাটির পছন্দ নয়
ঘাসগুলো প্রতিবাদ করে
চেয়ে দেখি আমার ছায়া পড়েনি
ধূলিকণা খেয়ে নিচ্ছে দুপুরের রোদ
কিনারায়, গাছের পাতার উপহাস
কেবল সূর্যটা তাড়া দেয়
রাস্তার মতো মনে হলেও
আমার চলে যাওয়ার কোনো পথ নেই...
© রি হোসাইন
সব প্রতিক্রিয়া:
1.4K

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন