রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জন্ম, যুদ্ধ আর প্রেমের গল্প



◾
তোমার তো জানাই আছে
দুপুরের ঘুমের সাথে আমার শত্রুতার ইতিহাস
তুমি তো জানোই...
আমার হাড়গোড় জুড়ে, পায়ের অঙ্গুলির নখে
কেবলই রৌদ্রের উপহাস
আমাদের ক্ষুধার্ত আলিঙ্গন জুড়ে
ক্লান্তিকর রাত হয়েছিল উর্বর
সেই তৃপ্তির জেগে থাকা...
সাক্ষী ছিল কুয়াশায় জড়ানো সূর্যোদয়
তুমি তো জানোই
প্রতিবার, অসংখ্য বার
তোমার জন্য আমাকে জন্মাতে হয়...
একটা জীবনের সাথে
বিষ মাখা দুপুরের চিরায়ত যুদ্ধ
প্রতিবার জয়ী হয়ে একটা ক্ষুধার্ত রাত পেতে হয়
তোমার তো জানাই আছে
তোমার জন্যই বারবার আমাকে জন্মাতেই হয়।
© রি হোসাইন

 কবি ইমতিয়াজ মাহমুদ কে উৎসর্গ করে লেখা... আল্লাহ তাকে আরোগ্য দান করুন.. আয়ু বৃদ্ধি করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন