চলো নতুন করে জন্মাই
নতুন করে হাটি, বসি, দৌড়াই
নতুন উচ্চারণে হাসি
যখন শব্দের অস্তিত্ব ছিলো না
তখন যেভাবে কথা বলা হতো
চলো সে ভাষায় কথা বলি....
অন্যরকম যৌবনে এসো
অদ্ভুত ভালোবাসা বাসি
তারপর..
চলো সৃষ্টি করি নতুন অভিধান..
নতুন বসন্ত আর বর্ষার সংবিধান
চলো গড়ে ফেলি প্রেম,
প্রেম আর প্রেম
তারপর.....
সৃষ্টি করি নতুন এক প্রাগৈতিহাসিক প্রজন্ম।
চলো, ভুলে যাই বর্তমান, অতীত এবং সবকিছুই,
কিংবা মরে যাই
তারপর...
চলো নতুন করে জন্মাই.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন