যখন
তোমার কথায় আমার মুখ ভরে থুতু আসে
অথবা বমি পায়
তখন তুমি মুখ বন্ধ না রাখলেও
আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয়
যখন,
তোমার জন্য আর কোন শ্রদ্ধা নেই
ভক্তি নেই...
তবে তো বিভক্তিই ভালো
তবুও তুমি দখল নিতে চাও আমার সংসার
আমার গ্রীবা কিংবা যোনী
আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয়
তোমার লকলকে জিভের দম্ভে
তোমার হাঁ করা মুখের গন্ধে
আমি নাক-মুখ চেপে রাখি
আমার নিঃশ্বাস বন্ধ হতে থাকে
তারপরও
তুমি আমার বুকের পাঁজরের সমান্তরালে
দ্রুতগামী রেলগাড়ি ছোটাও
রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন