রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আমাদের সংসার


আমাদের সংসার চা আর পাউরুটি'র মতো

চায়ের পেয়ালার সবটুকু চা-ই পাউরুটি খেয়ে নেয়

তারপর, আমি পাউরুটিটাই গিলে ফেলি।


দিনভর তুমি আমার সবকিছু, সমস্তই শুষে নাও

তারপর, আমি তোমাকেই গিলে ফেলি।


আমাদের এই ভালোবাসা - তৃপ্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন