রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

প্রজাপতি নদীর গল্প

 আমি ঠিক প্রজাপতি হতে চেয়েছি

তারপর তোমার শরীরের; চুলে, হাতে, ঠোটে অথবা গ্রীবায়
কোথায় বসবো সেই দ্বিধায়
একজন্ম প্রেমকাল চলে যায়
আবার জন্মে
আমি আবার প্রজাপতি হতে চেয়েছি
এই ভাবে আমার সার্থক প্রেম গুলো
আজন্ম প্রবাহিত বয়ে যায়
প্রতিবার আমি প্রজাপতির বদলে নদী হয়ে জন্মাই!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন