রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রোগাক্রান্ত

◾
আমার অদ্ভুত রোগটিতে
ক্রমাগত আমি আক্রান্ত হয়ে যাচ্ছি
সেই যে, তোমাকে খুঁজে পাবার পর থেকে
আমার চূড়ান্ত বসবাস এখন রোগটির ভেতরে।
সেই যে, তোমাকে ভালোবাসার পর থেকে
তোমাকে স্পর্শ করার পর থেকে আমি আর কিছুই ছুঁই না, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম আর স্বপ্ন
কোনো কিছুই যার যার অবস্থানে নেই
সম্ভবত মিল্কিওয়ে গ্যালাক্সি মিশে গেছে অ্যান্ড্রোমিডায়।
তোমাকে দেখার পর থেকে
আমি যেন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি আর
যা দেখার তোমার চোখ দিয়ে দেখি...
এবং
আরও বেশি আক্রান্ত হয়ে যাচ্ছি
তোমার হাত ধরে চষে বেড়াচ্ছি তাবৎ দুনিয়া
তোমাকেই খুঁজতে...
তোমাকে খোঁজার রোগেই রোগাক্রান্ত আমি।

© রি হোসাইন  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন