আমি সিংহ, তুমি মিথুন ছিলে
অথচ কি ভুল.... তুমি-ই আমায় খেলে
রাশিচক্র ভুল... ভুল না হলে কি হায়
খাদ্য খাদকেরে খায়?
তুমি খেলে এমন তাচ্ছিল্যে
খেলে না; আসলে, জুঠা করে দিলে
শুশ্রুষায়, সোহাগে যতনে
অবশেষে ছুঁড়ে ফেলে দিলে
রাশিচক্র ঠিক.... ঠিক না হলে কি হায়
মিথুনে মিথুন মিলে যায়?
এখন আর জুঠারে কে খায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন