শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

না থাকার মতো করে


তুমি দেখো নাই তুমি চেন নাই
তুমি জানো নাই আর জানবে না কখনো
ভালবাসা.... তোমারে ভালোবেসে যাবো গোপন করে

আমি থাকি সবসময় তোমার পাশে
না থাকার মতো করে......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন