চোখ থেখে রক্ত কেড়ে নেবে রক্ত জবা
আমাদের করতলে অভিমানী লাঙ্গলের ফলা
এইবার থেকে আমি তুমি হবো সব হারাবার দলে
শালিকেরাও হবে সর্ব হারা
অভিশাপ থেকে চলে গেছে বৃষ্টির ছায়া
প্রজাপতি ঘুরে ফিরে আসে দু:খ দুয়ারে
অশুভ বাতাসের তোরে
রক্তের ভাষা আমি জানি না
তবু তোমাকে জানাতে হবে সেই পরিচয়
এইবার তারা করে গেল অবহেলা,
আমাকে দুলিয়ে
ফ্যাকেশে ঠোটের গান শুধু স্বপ্নের বিশ ঢালে
আমাদের ক্রোধ গুলো মাটিকে নিয়ে
আমার ক্রোধ গুলো আশাকে উড়ে না কেন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন