শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

সিজোফ্রেনিয়ায়



যে কবিতার কোন অর্থ নেই
সেই কবিতায়
একটা ছন্নছাড়া বিকেল ডুবিয়ে দিলাম
সন্ধ্যার মশাল মিছিল জুড়ে
স্লোগানে স্লোগানে নিবেদিত হলো প্রেম

একটা লাল গোলাপ,
ভাজ খুলে দু:খের পাপড়ি উড়ায়
একটা বাচাল কবিতায় ডুবে যাচ্ছে রাত
মাতালের চিৎকার আর
সিজোফ্রেনিয়ায়!!!
                                                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন