আমার যে মৃত শরীর এঁটে গেছে
হেঁটে চলা জুতার ভিতর
আর, আমি একটা চলমান কবর
যদি মনে পড়ে, জিয়ারতের ইচ্ছা হয়
জোনাকির ভাষায় যে বাতাস কথা বলে
তার কাছে মনের ইচ্ছা বলে দিও
আর, জানালার একটা কপাট খুলে রেখো
আমি খুঁজে নেবো
জানালার একটা কপাট খোলা রাখা অন্ধকার ঘর
হয়তোবা আকাশ নয়তো পরিত্যক্ত কবর
রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন