এখন আমি আনমনে পথ হেঁটে যাই
কথা বলি রোদের সাথে
বৃষ্টিতে ভিজি অযথাই
শীতার্ত পাখিদের আপ্যায়নে
রাত কাটাই কুয়াশার সাথে
অথবা, ভুল করে তোমার গলিতে ঢুকে যাই।
প্রতিবারই নিষিদ্ধ গলির ভিতর ঢুকে
মনে হয়; জানা যাক তোমার কুশল
জেনে যাই; কেমন ছিলে, কেমন আছো
অথবা, কি ভীষণ জ্বলি- পুড়ি, একবার দেখাই
কড়া নাড়ার শব্দের ভুলে
প্রতিবার দরজা খুলে
তুমি শুধু খুঁজে পাও কিছু ছাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন