রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

কবি


 
যদি এক সপ্তাহ কবিতা লিখতে না পারি
অথবা এক মাস, এক বছর
যদি অনন্তকাল পর্যন্ত কবিতা আমার কলমে না আসে?

যদি আমি ঘুমিয়ে যাই,
যদি হাঁটতে থাকি, ফুটপাতে সোয়েটার বেচি
বাসের টিকিট চেকিং করি
আর আয়রন মিলের বয়লার স্যুটে গরম লোহায় ভাসি
ডেলিভারি করি দুপুরের লাঞ্চ 
যদি লোকাল বাসের হাতলে ঝুলে থাকে আমার সময়

যদি আমার কবিতাগুলো লিখতে থাকে
অন্য কোনো কবি
অন্য কোনো জগতে,
 এবং অন্য ভাষায়... 
অন্য মহাকাশ জুড়ে যদি আমারই হাহাকার ছড়িয়ে যায়

যেই বিষুবরেখায় আমার মধ্যাকর্ষণ নাই
অথচ, 
সেই মহাসাগরের ঢেউগুলো সব আমার
যদি আমার কবিতাগুলো ফিরে আসে মৃত্যুর পর
আমার উড়ে যাওয়া আত্মার ভিতর

আমি কি শ্রেষ্ঠ কবি নই, না লেখা কবিতাগুলোর 
 
রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন