শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

কবিতার অভ্যুত্থান চাই!



এমন কবিতা চাই-
যে সূর্যে বিস্ফোরণ ঘটাবে
চাঁদকে ছাড়খার করে দেবে
গোলাপে গোলাপে ফোটাবে গ্রেনেড
আর রজনীগন্ধাকে করবে ধারালো বেয়োনেট।

এমন একটা কবিতা লিখতে হবে,
যেটা শোষিতের রক্তে উত্তাপ জাগাবে
স্বৈরতন্ত্রের সকল তন্ত্রমন্ত্র করবে অকেজো
স্বপ্ন দেখাবে স্লোগানে স্লোগানে.....
যেখানে প্রেমের প্রতিশব্দ হবে অধিকার
আর ভালোবাসা হবে সার্বজনীন 

এইসময় এমন একটা কবিতা প্রয়োজন,
যেটা আমাদের ঘুমাতে দেবে না...
রাত্রির আঁধারে যখন ঘুমের ছায়া নামে,
আমাদের চোখে তখন তেজে ভরা বিদ্রোহের শিখা।
স্বৈরাচারের বিরুদ্ধে রচিত হবে মহাকাব্য,
আমাদের কলমে জন্ম নেবে সংগ্রামের ভাষা।

প্রত্যেক নিঃশ্বাসে শুনি আমরা দুর্বলের কান্না,
অত্যাচারের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি বাণী।
জেগে উঠি আমরা, ভেঙে ফেলি নিঃশব্দতার শিকল,
আমাদের কণ্ঠে ধ্বনিত হবে মুক্তির গান।

এই কবিতা আমাদের অস্ত্র, আমাদের জাগরণের সুর,
স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চারণ; শেষপর্যন্ত করব।
কাঁপবে পৃথিবী, ভয় পাবে অন্ধকারের শক্তি,
আমাদের নির্ঘুম লাল লাল চোখে লেখা হবে নতুন প্রভাতের গান।

এইসময় এমনই একটা কবিতা প্রয়োজন
আমি সেই কবিতা চাই
আমি একটা তুমুল 'কবিতার অভ্যুত্থান চাই'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন