একটা দীর্ঘ রাত্রী ছিলো
অথবা তুমি ঘুমিয়ে ছিলে.....
আমি একটা অন্ধ সমুদ্র নিয়ে
এলোমেলো কত ঝড়
আর জলোচ্ছ্বাস নিয়ে তোলপাড়
অথবা তুমি ঘুমিয়ে ছিলে.....
ঘুম থেকে জাগানোর পর
আমার পাখিরাও উঠেছে জেগে
ভীমপলশ্রী নয় ভৈরবী রাগে
চৌকাঠে শীতার্ত সূর্যের স্নিগ্ধ উঁকি-ঝুঁকি
তোমাকে ঘুম থেকে জাগানোর পর
সকালের জন্ম হয়,
আসে আনকোরা ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন