এখন তুমি কেমন আছো?
কেমন করে এখন তুমি স্বপ্ন দেখো?
তোমার চোখে নিজের করে যেই স্বপ্ন দেখেছিলাম
সেই স্বপ্নে এখন তুমি কেমন আছো?
আমার কথা থাকলো না হয় বুকসেল্ফ-এ
কিংবা কাঠের আলমিরাতে
ঘুণে খবে? খাক না তবে......
স্বপ্ন চোরের সাজা হবে এইটুকুতেই......
‘ভালো থেকো ’ কেমন করে বলতে পারি
যার গেছে, সে-ইতো জানে যাওয়ার ব্যথা;
আমি জানি তোমার সকল দুঃখের কথা
আমি-ই তোমার এক মাত্র সবুজ ব্যথা!
তোমার ব্যথা, আমার কথা, ভালো থাকা
পৃথিবীটা বুঝবে না যে এসব কথা......
আমি-ই তোমার এক মাত্র সবুজ ব্যথা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন