বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

সৃষ্টিতত্ত্ব



তোমাকে ভালোবাসার জন্য
ছয়শ কোটি বছর ধরে, জন্মে যাচ্ছি

তারও আগে,
যখন জন্মের প্রয়োজন ছিলো না,
মৃত্যু ছিলো না.... !
সেই তখন থেকে, তোমাকেই ভালোবাসি

তোমাকে ভালোবাসি বলেই
সংঘটিত হয় বিগ ব্যাং, 
শুরু হয় সময়
ছড়িয়ে পড়ে ঈশ্বর কণা,
কুন, 
ফাইয়াকুন, 
হিলিয়াম থেকে নক্ষত্রপুঞ্জ
তোমাকে ভালোবাসার জন্যই
আল্লাহ বানালো আদম, তার মধ্যে আমি

তোমাকে ভালোবাসার জন্য 
যদি একটা জীবনই যথেষ্ট হতো
তাহলে এই বিশ্বচরাচর, 
এই কক্ষপথ, 
এই ঘূর্ণন
এসবের প্রয়োজনই ছিলো না

তোমাকে ভালোবাসার জন্য 
যদি একটা জীবনই যথেষ্ট হতো
তাহলে আমি জন্মই নিতাম না.... 
তাহলে হতোনা মৃত্যুও,
এই একটা জীবনকে শেষই হতে দিতাম না... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন