তোমাকে তোমার মত আঁকতে গেলে
পরিনাম আগুন হবে
তারপরও আমার হাতে কিছু বৃক্ষের দাবিদাওয়া আছে
বসন্তরা এত-ই অবুঝ,
থেমে আছে
তোমার আগুনে জ্বলে যাওয়া প্রেমিকের
ছাই থেকে রং নিতে,
তাই দিয়ে ফাগুন সাজাবে
কিছু পাখিদের প্রতিবাদ আছে,
আছে মাছেদের লালচোখা স্বপ্ন
সব কিছু জেনে গুল্মরা অবাক হলো
হাত ধরে সমুদ্রে নিয়ে গেলো
তোমার মত তোমাকে আঁকতে গেলে
সমুদ্র শুকিয়ে যাবে
আর শুধু বসন্ত রঙিন থেকে রঙিনতর
প্রেমিকের উচ্ছিষ্ট ছাই গুলো,
অতিথি পাখির পলকের আশ্রয় খুঁজে নেবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন