এসো, এবার নতুন করে কথা বলি;
তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায়,
নতুন কথায়.....
আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়;
বন্দি হবো, বন্দিত্বে আশা রাখো।
শীত বসন্ত, বর্ষাও নয়, নতুন ঋতু
যৌবন আর জরার খবর আর নেবো না;
কথা হবে অমরত্বের; এবার হবে নতুন কিছু,
নতুন ভাষায়.....
এসো এবার নতুন একটা স্বপ্ন দেখি;
নতুন রঙের.....
কথায় কথায় ব্যাথা ভুলবে ভুল পৃথিবী
তুমি আমি ভুলের মানুষ; সেই কথাটা ভুলেই যাবো;
নতুনত্বের নতুনতায়.....
এসো, এবার নতুন শেষের গল্প লিখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন