বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

অভিনন্দন!!!



তোমাকে অভিনন্দন জানাবো কি দিয়ে?
আমি ঠিক নিশ্চিত নই যে,
এই ফুলগুলো তোমার জন্য ফুটেছে কিনা;

অথবা এই গান?
এই বৃষ্টি তোমার জন্য ঝরছে কিনা;

এমনকি আমারই বা কি আছে তোমাকে দেবার
আর আমিই বা কে তোমার যোগ্যতার

এ বিজয় তোমার জন্য নতুন নয়
এ আকাশ তোমার চেনা
এই উড়াল তুমি অনেক দিয়েছো আগে

কত শত অভিনন্দনের জোয়ারে ভেসেছো
অথচ যারা সেগুলো দিয়েছে; 
সেগুলো কি তাদের ছিলো?
একবার এমন কিছুকি পেয়েছিলে; যা একান্ত ছিলো
যা আর কারো ছিলো না কোন দিন!

আমি আর কিইবা দিতে পারি
কিছু শব্দ! হয়তো তা অনেক শুনেছো
তবু এ আমার আপন কণ্ঠস্বর
এই উচ্চারণের আমিই একমাত্র ঈশ্বর!

 রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন