তুমিতো জানোই,
যদি স্বপ্ন না থাকে,
জীবন একটা ডানা ভাঙা পাখির মতো
উড়তে পারে না।
তুমিতো জানোই,
যদি স্বপ্ন চলে যায়,
জীবন আর কোন শষ্য ফলায় না
একটা বরফ জমা মাঠের মতো...
আমাকে আঁকড়ে ধরো
স্বপ্ন ভেবে,
তারপর, চলো বাঁচি, বাঁচার মতো...
ভাবানুবাদ # রি হোসাইন
ল্যাংস্টন হিউজ (১ ফেব্রুয়ারি ১৯০২ - ২২ মে ১৯৬৭) ছিলেন একজন মার্কিন কবি, কলাম লেখক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। হিউজ ১৯০২ সালের ১ ফেব্রুয়ারি মিজুরির জোপলিন এ জন্মগ্রহণ করেন। স্কুল শিক্ষক চার্লস হেনরি ল্যাংস্টন তার পিতা ছিলেন আফ্রো-আমেরিকানদের ভোট ও অধিকার আন্দোলনে সক্রিয় কর্মী এবং মা ছিলেন শিক্ষিকা ক্যারোলিন। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। তার রচিত কবিতাসমূহের মধ্যে ড্রিমস (Dreams) নামক কবিতাটি অন্যতম। এটি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাস্তরে সিলেবাসভুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন