বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

সুযোগ পেলে কৃষক হতাম

ফুল বানাতাম, ফল বানাতাম
হলুদ রঙের বন বানাতাম
বীজ বুনতাম, সুখ ফসলের
স্বপ্নগুলো নবান্নতে ছড়িয়ে দিতাম।

সবুজ রঙের ভালবাসা
হাত পেতেছে.....
হাত পেতেছে
তোমার কাছে মহারানী, 
বর্গা দেবে হৃদয় খানি?
বীজ বুনতাম সুখ ফসলের.....

যদি আমি সুযোগ পেতাম
কবি না হয়ে কৃষক হতাম!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন