কমপক্ষে দুই থালা ভাত খেতাম
আলু ভর্তার সাথে ডাল হলেও
গরু ভুনা হলেতো কথাই নাই,
আরো কয়েক চামচ অতিরিক্ত
বাঁধা নাই
আচার বানাতে পারি,
আম, রসুন এমনকি সবুজ মরিচের
ঈশ্বর আমাকে তৃপ্ত হবার ক্ষমতা দিয়েছেন প্রচুর
আমার দুঃখী ভাত
অনাহারে থাকে চির শীতকালের ভিতর
আহারে, তাদের ঠান্ডা লাগে
আমার কলিজাটা বড় হয়ে গেছে
সাহস বেড়েছে প্রচুর,
ভুলে থাকি ভাত
মেপে মেপে ট্রাইগ্লিসারাইড,
বিষাদ খেয়ে বাঁচি, সকাল, রাত আর দুপুর
ঈশ্বর আমাকে তৃপ্ত হবার ক্ষমতা দিয়েছেন প্রচুর
রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন