বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

যদি নাগাল না পাই


আমি যখন তাকাই দূরবর্তী কোনো দূরে
ভয় পেয়ে যাই খুব, যদি নাগাল না পাই তোমার.

একান্ত বিষন্ন ভাবে
অযথাই নিজে কে খুড়ি আত্মগোপনে
নিজেকেই বিস্তৃত করি ভুল জুড়ে, সীমাহীন সীমানার দিকে
এলোমেলো এগুতে এগুতে

মনে হয় শুধু কত দূরে
ভয় পেয়ে যাই খুব, যদি নাগাল না পাই তোমার.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন