পালাবার কোনো পথ ছিল না
অপরাধী প্রেম অনুতাপ নিয়ে
লুকিয়ে ছিল প্রেমের ভিতরে
তোমাতে তবুও প্রেম হলো না।
উজাড় প্রেমের যন্ত্রনাতে আমি দিশাহারা
হাঁটতে বসতে ইলিশ মাছেও তোমার চেহারা
মিশে থাকো সব কথা আর গানে
তুমি তুমি শুধু চারপাশ ঘেরা
তবুও যে হায় সাধ মিটে না.....
সবকিছু গেলো সে প্রেমের তরে...
প্রেমিক তোমার
সার্থক হলো....
সার্থক হলো....
পুরোটা জীবন প্রেম করে গেলো
তোমাতে তবুও প্রেম হলো না!
পালাবার পথ থাকতো যদি...
আর যতসব প্রেমিক তোমার
লুকানো প্রেমের মন্ত্রনাতে
ছিনিয়ে তাদের হৃদয়ের তাস
নিবেদিত প্রেম উড়িয়ে দিতাম প্রেম জুয়াতে
চারিদিকে তুমি খুঁজে পেতে শুধু আমার বাতাস
পালাবার পথ থাকতো যদি...
চিরায়ত প্রেমে তোমাতেই পড়ে
দৌড়ে পালাতাম!
পালাবার পথ থাকতো যদি...
জনম জনম একমাত্র
আমিই তোমার প্রেমিক হতাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন