শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

পারফিউম



চোখের কঠিনে, গভীর ভিতরে দেখো
দেখো শক্ত চোয়ালে, পোড়া চামড়ায় ছুঁয়ে  
গনগনে সূর্যের সাথে মিতালী আমার।  

কারখানার ঝলসানো কয়লারা আমার আত্নীয়
আমি কৃষক, আমি শ্রমিক, আমি খেটে খাওয়া মজুর
খুব কাছাকাছি এসে শুঁকে দেখো ঘামের গন্ধ আমার। 


কিছু কি চেনা চেনা মনে হয়? 
ইটারনিটি কিংবা স্যানেলের.... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন