আমি তোমায় বানাবো না
মেলাবো না, জোড়াবোনা, ভাঙ্গবো শুধু
আমার আছে মরুভূমি একটা ধুধু
সেখানে জল তুমি শুধু তোমার মত
আমার ভিতর তৃষ্ণা চলে অবিরত
আমি শুধু ভাঙ্গন ডাকি তীব্র ভাঙ্গন
মুরুভুমির ভাঙ্গন তুমি দেখবে কত
আমি শুধু ভাঙ্গতে জানি
এক জনমে আমি ছিলাম নদীর মত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন