শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

কালো কবিতা -৮৫


বাড়ছিলো দায় ব্যর্থ জনম জন্মের
চক্র চক্রান্তে অগোছালো নিয়তির
বহু জন্মের প্রতিক্ষা হয়েই রয়ে যায়
স্বপ্ন স্বপ্নান্তরের চূড়ান্ত সূর্যদোয়

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

কালো কবিতা ৮৪


তুমিতো জানোই..
প্রজম্নের লালনে কতটা অড়ষ্ট আমি
কতটা দুর্বল আমি....
তবে কি অবিশ্বস্ত ইশ্বরের কাছে
নিরেট মূল্যহীন আমি....
অথচ, তুমি তো জানোই কি বিরামহীন ভাবে
চুকে যাচ্ছি জীবনের দাম
তুমিতো জানোই এ ব্যাথা কত অবিরাম...
একদিন হিসেবের খাতা খুলে
মুখোমুখি হবো ইশ্বর আর আমি
তুমি তো জানোই, ঋনী ছিলো কে?
বিনিময়ে জরাজীর্ণ বেচে থাকা
সে কেবল নিয়েই যাচ্ছে শুধু
তুমিতো জানোই; সবটুকু রুপকথা।
অভিমান ছিলো ইশ্বরের সাথে
ইশ্বরও অভিমানী ছিলো 
অথচ জানোইতো, কি নির্বোধ এই খেলা
আমরা খেলে যাচ্ছি.... খেলেই যাচ্ছি
একে অপরে অবহেলা..

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

কালোকবিতা ৮৩

গভীর অন্ধকারের প্রতিশোধ গুলো
আর তার পর্যায়ক্রমে হতাশার সকাল গুলো
এরপর রৌদ্রজ্জ্বল মুখোশের মুখোমুখি
আমাদের প্রতিদিন, প্রতিরাত গুলো

আমাদের ভালো থাকা
আদতে, একে অপরের খারাপ থাকা
অথচ, কেটে যাওয়া দিনের নাম
একটা ভুলভাল প্রতিক্ষায় থাকা

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

কালো কবিতা ৮২

অবিরত শুন্য এসে জমা হয় আশে পাশে
একে একে তুলে নেয় আমার কিছু কিছু
কেউ কেউ পূর্ণ হয়ে উছলে যায় এতেই
অথচ, অনেকে অপূর্ণ থেকেই যায় তারপরেও
.
সবে শেষে আমি কেবল খালি হয়ে পরে থাকি
তুমিতো জানোই সেই দু:খনুভুতির খুঁটিনাটি
.
তুমিতো জানোই এইসব কালো কবিতা

জুড়ে থাকা স্বপ্ন আর ভুলে যাওয়া ব্যাথা
এসবেই প্রতিবার এই জাগরিত পূর্ণতা
তুমিতো জানোই শুন্যতার এই রুপকথা

রবিবার, ৩ জুন, ২০১৮

যেদিন সুর্য উঠবে


অথচ যাদের খুন করা হয়নি
অথবা যাদের চিৎকারের শব্দ ছিলো না 
তারা হয়তো দুঃস্বপ্নের ভিতর লুকিয়ে থাকবে
কিছুকাল, অথব একটা অনন্তকালের মত কিছুকাল
যাদের রক্ত ধারন করে নেবে মাটি, কাদা অথবা ঘোলা জল
তারপর একদিন অন্ধকারে
ঠিক যেদিন সুর্য উঠবে ...
তোমাদের চমকে দিয়ে
সমস্বরে চিৎকার দিয়ে উঠবে বেওয়ারিশ লাশের দল

রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ইতিহাস

আমাদের কোন অতীত নেই

আমরা চীর বর্তমানে বসবাস করি
আর কেবল ভবিষ্যত লিখে রাখি ...
আমাদের কোন ইতিহাস হয় না
আমাদের কোন বিচ্ছেদ নেই; অথচ,
আমাদের মিলন হয় না কখনো...
.


আমাদের জীবনযাপনের নামই ... প্রেম !!!

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

আবহমান

তুমিতো জানোই
একদিন সাম্যবাদও পুরনো হয়ে যাবে,
একদিন গোলাপের রঙ হবে বেগুনি
তুমিতো জানোই
একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে
অথচ তুমি জানোইনা
আমরা একটা অতীথে বসবাস করছি

একদিন তুমি খুজে পাবে প্রেম, অথচ
তুমিতো জানোই তুমি জানো না
তোমার জন্য আমার এই প্রেম সময়ের মত; আবহমান;
এবং তার কোন মহাকাশ নেই
কিংবা এ এক অনন্ত বর্তমান

বিসুখ


আমাকে যে বিষণ্ণতা গ্রাস করে থাকে;
তুমি জানো; কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোই না তাকে;

এ কেমন জানি বিসুখের মত
কত কত বার ভুলে গেছি;
যত শতবার পরে মনে; তারপর থেকে
এ এমন এক মনে পরে থাকা ভুলে যাওয়ার মত!

তুমি জানো, কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোইনা তাকে!

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

উপাগত

.
সব শেষে যখন চোখে ঘুম চলে আসে;
আমার আসলে ঘুম আসে না; 
এক এক করে এরা আসে আর যায়;
কেউ কেউ চেনা কিংবা কেউ কেউ অচেনা;
সবাই কেবল যার যার পরিচয় দিয়ে যায়;
ঠিক ঘুমিয়ে পরার আগে আমি জানতে পারি,
আসলে এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর আমার ঘুম হয়, ভালো; অনেকটা সুখের;
কারন আমি এদের পরিচয় জানি;
আমি জানি, এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর এক একটা নিষ্পাপ সকালে
যখন আমার পবিত্র ঘুম ভেঙে যায়
কোথাকার জেনো পরিচিত কোলাহলে।

বুধবার, ৭ মার্চ, ২০১৮

অবসান


এরপর একদিন অপেক্ষার অবসান হলো
আমাদের দেখা হলো
তুমি জানলেইনা অথবা আমিও জানলাম না 
কিংবা দুজনের কেওই না
.
কিন্তু বারবার মনে হলো; যাক দেখাতো হয়েই গেলো ...
কেউ জানুক আর নাজানুক
এ জেনো একটা নিরাপরাধবোধ অনুভূতি
.
এরপর একদিন দুজনার উচ্ছ্বাসিত হেটেচলা পথে
যখন আর কেউ কারো পথ চেয়ে নেই
দেখা হলো কিনা হয়ে যাবে; কে জানে
.
এখন আর আমরাতো পরিচিত নই

অপেক্ষা


তারপর একদিন দেখা হবে
কিন্তু কেউ কারো কুশল জানতে চাইবোনা,
যেনো প্রতিদিন আমাদের দেখা হয় প্রতিবেশীদের মত
.
কোন উত্তাপ থাকবেনা
হয়তোবা; দেখা হবে কিন্তু কথাও হবে না
দুজনেই চলে যাবো; না দেখার ভান করে
যেমনটা হয় দুজন ইর্ষাকাতর প্রতিদ্বন্দ্বীর ভিতর
.
দুর্বোধ্য অপরাবোধে আমাদের চোখ
চোখাচোখি হতে আসহায় বোধ করে
অথচ দেখা হবে
দেখা না হওয়ার মত করে

শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

কালো কবিতা-৮১


আমি আমার নিজের চেহারা দেখে অবাক হয়ে যাই,
কি আশ্চর্য! কিংভুতকিমাকার আমি;
এর চেয়ে কাকের ছানাটাও সুন্দর
সুন্দর সাপের ডিম আর বানরের থাবা
.
তারপর নিজের কথা ভেবে আমি ভয় পেয়ে যাই ,
আমার মৃত্যুর পরে, যখন আমাকে উলঙ্গ করা হবে;
যখন আমাকে লুকিয়ে রাখার কোন শক্তি আমার থাকবে না
.
আমি হয়তো এই জন্যেই মরে যেতে চাইনা

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

সকাল

একটা দীর্ঘ রাত্রী ছিলো অথবা তুমি ঘুমিয়ে ছিলে
আমি একটা অন্ধ সমুদ্র নিয়ে এলোমেলো
কত ঝড় আর জলোচ্ছ্বাস নিয়ে তোলপাড়
অথবা তুমি ঘুমিয়ে ছিলে

তোমাকে ঘুম থেকে জাগানোর পরে
আমার পাখিদেরও ঘুম ভাঙছে
আর আমার চৌকাঠে শীতার্ত সুর্য্যের স্নিগ্ধ উঁকি ঝুঁকি

তোমাকে ঘুম থেকে জাগানোর পরে
আমার সকাল হয়েছে

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

প্রেমিক- ৫৭

.
সেখানে একটা সমুদ্র ছিলো জানতাম 
এই ভীর, এই কোলাহল,
এই ভুলে যাওয়া পথঘাট
একদিন আমিও চিনতাম
.
যখন আমি একটা সুবর্ণ সকাল ছিলাম
ব্যাস্ত রৌদ্রজ্জ্বল আকাশের নাটাই খানায়
কি সুঠাম নিয়ন্ত্রন ছিলো
একদিন আমিও তোমাকে উড়াতাম
.
আহা, একদিন
এই তো সেদিন
কোন একদিন
আমি তোমার প্রেমিক ছিলাম ...
.
.

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ফিনিক্স


যাও.........
তোমাকে অধিকার দিয়ে দিলাম
যত পারো শেষ করে দেখাও

আমি অবধারিত উড়ন্ত
যাই হোক ছাই কিংবা ডানা
আমি শুধু একটা সমাপ্তহীন অজানা

যতই জানতে চাও...

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

কালো কবিতা- ৮০


পুঁজিবাদী নারীদের দেশে
কে হে তুমি সমাজতন্ত্রী প্রেমিক
কে হে তুমি বিপ্লবী যুবক
কে হে তুমি নির্লজ্জ আগন্তুক

রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

কালো কবিতা - ৭৮


তোমার জন্যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি !
সে এক অসমাপ্ত সরল প্রেম, দুঃখ আর বেদনার নামে
যে চোখ মেলেছিলো পাখির মত ডানা ... একদা বুজেছিলো ঘুমের মতন!
আশে পাশের তোমার ছায়া গুলো ... দুঃস্বপ্নের মতন ...
আমি কেবল পালিয়ে বেড়াই ... কবিতার যন্ত্রনায়
সে এক অসমাপ্ত প্রেমের জ্বালায়;
দুঃখ আর বেদনার নামে যে কবিতাগুলো তোমার জন্যে
যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি!

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

কালো কবিতা- ৭৬


দেখেছো; ছাই হয়ে গেছি
ঝলসানো যাপনের কিছু কিছু ফানুস ঐ দেখো উড়ছে বিলাসী বাতাসে
জ্বলন্ত শুন্যের চোখ যত খানি পেড়েছে খেয়ে নিয়েছে আমাকে 
এই দেখো এঁটো হয়ে গেছি ...
তবুও হায় ... কি দুর্বার বেঁচে বর্তে আছি!!!

কালো কবিতা- ৭৫

একবার হাত ধরে আমাকে উপলব্ধি করো
একবার চোখের দিকে তাকিয়ে; বিবর্নতায় 
যতটা সবুজ প্রান্তর দূর থেকে মনে হয়; কাছে এলে ধুসর
তারচেয়েও বেশী; সাদামাটা কষ্টের দায় এখোনো হয়নি শোধ!
শুধু এই খানেই আমাদের বিরোধ!!!

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

যে কথা গুলো তোমাকে বলার আগেই শেষ হয়ে যায়...

যে কথা গুলো তোমাকে বলার আগেই শেষ হয়ে যায়...
সারাদিন সেগুলো গুছিয়ে গুছিয়ে লুকিয়ে রাখি
তাঁরপর সেগুলো তোমাকে বলার জন্যে ...
একযুগ দুপুর পেরিয়ে, বিশৃঙ্খল বিকেল; ভুল করা চায়ের কাপ এবং 
ব্যাকুল সন্ধ্যা মাথায় হুটকরে নেমে যায় রাত্র, প্রতিদিন আরো আরো গভীর
যতবার বলতে গিয়েছি ... তাঁর আগেই
সে কথা গুলো শেষ হয়ে যায়...