বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দাঁড়কাক

যে জন্মে তুমি নাই
সে জন্মে প্রতিবারই
নিজেকে হত্যা করে ফেলি!
কোন এক জন্মে
একলা দাঁড়কাক দেখে
তোমার দৃষ্টি বিষন্ন হলে
নিজেকে প্রজাপতি হয়ে জন্মাই

তুমি তোমার খোপায় দিও ঠাঁই! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন