বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঈদ-উল-ফিতর



প্যালেস্টাইনের যেই শিশুটির সবকিছু কেড়ে নিয়েছিলো

প্রথমে ঘর, তারপর পিতা, তারপর মা এবং ভাইবোন,
যাকে নিক্ষেপ করা হয়েছিলো রাস্তায়,
সবশেষে জীবনটিও কেড়ে নিয়েছিলো...
সেই শিশুটির আত্মারও আজকে ঈদ, ঈদ-উল-ফিতর!
কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে ফিতরা দেয়া যাচ্ছেনা,
যাকাত বরাদ্দ করা যাচ্ছেনা তার জন্য...
না দান, না ছদকা, না উপহার-অনুদান....
কেবল শিশুটির আত্মার-ই আজ ঈদ...
আমাদের নির্জীব রক্তকে,
সে কি সুন্দর লজ্জা উপহার দিলো....

© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন